আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রাহমাতুল্লাহি আলায়হি মুসলমানদের অন্তরে রসূল প্রেমের প্রদীপ প্রজ্বলিত করেন। তাঁর নবীপ্রেম কতটা গভীর ছিল তা তাঁর বিখ্যাত না’তে রসূলের অমর কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ পড়লে সহজেই অনুমান করা যায়। হাদায়েকে বখশিশের না’তগুলো যুগ যুগ ধরে নবীপ্রেমিকদের আত্মার খোরাক যুগিয়ে আসছে। মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমান অনূদিত হাদায়েকে বখশিশ শেষার্ধের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনরা এসব মন্তব্য করেন।
গত ২৭ নভেম্বর বুধবার ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরীফে হাদায়েকে বখশিশ পাঠক ফোরাম আয়োজিত মাহফিলে প্রথিতযশা আলেম–ওলামা, জ্ঞাণী গুণী শিক্ষাবিদগণের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, লেখক গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী, আল্লামা কাজী মুহাম্মদ সালেকুর রহমান আলকাদেরী, শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ হাসান, অধ্যাপক ড. নূ.ক.ম. আকবর হোসেন, লেখক–সংগঠক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুন্নবী, উপাধ্যক্ষ মাওলানা ড. আব্দুল হালিম, ড. আব্দুল মাবুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, ড. মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, ড. মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা আব্দুল গফুর খান, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা নেজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদায়েকে বখশিশ পাঠক ফোরাম সভাপতি মোহাম্মদ ইদ্রিস। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।