রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ‘মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি প্রাসঙ্গিক’ শীর্ষক আলোচনা সভা ও ত্রি–বার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেছেন,মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমানের উচিত ইসলামী সংস্কৃতি লালন ও পরিচর্যা করা। আমরা সেই কর্তব্য পালন না করে বিজাতীয় সংস্কৃতি কৃষ্টি কালচারকে গ্রহন করতে গিয়ে মুসলিম সমাজ ক্রমান্বয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। এর থেকে উত্তোরনের অন্যন্য একটি পথ নিজস্ব সংস্কৃতিকে লালন ও পরিচর্যা করা। ইসলামী নিয়ম কানুনের মধ্যে কোন অভাব বা শূন্যতা নেই, প্রতিটি বিষয়ের উপর ইসলামী বিধান নিয়ম কানুন রয়েছে। বক্তারা ইসলামী সংস্কৃতি ও কৃষ্টি কালচার পালনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। গত ১৬ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টে ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আলী জিন্নাহ কাদেরী এবং সচিব ওসমান গণির কাদেরীর যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন সমাজ সেবক আজিজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব এনামুল হক ছিদ্দিকী। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সদস্য মাহমুদুল হক রাজিব। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, উপদেষ্টা আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নূরীয়া কমিটির ভাইস চেয়ারম্যান জাহিদুল হাসান রুবায়েত, যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাকারিয়া, এনামুল হক এনাম, এমদাদুল ইসলাম কাদেরী, কামাল হোসাইন সিদ্দিকী, আবু ইউসুফ নূর, মঈন উদ্দীন কাদেরী,মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী। কাউন্সিলে শায়ের এনামুল হক এনামকে চেয়ারম্যান, আবু ইউসূফ নুরকে মহাসচিব, ওসমান গনিকে সাংগঠনিক সচিব করে ৫১ সদস্য একটি ৩ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।