মুসলমানদের ঈমান আক্বিদা সুরক্ষা করাই ছিল ইমাম শেরে বাংলার (রহ) জীবন দর্শন

ইমাম শেরে বাংলার (রহ) ওরছে বক্তারা

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারী ফতেয়াবাদ দক্ষিণ পাহাড়তলী ১নং ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ) স্মরণে ওরছে ইমাম শেরে বাংলা (রহ.), মাদ্রাসার প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবদুর রাজ্জাক ও ইউসুফ ইঞ্জিনিয়ার স্মরণ সভা এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার মাদ্রাসার শামসুন কবির হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈমান আক্বিদা ও আমলের বিশুদ্ধতা ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ইমাম শেরে বাংলা (রহ) বক্তব্য ও লেখনীর মাধ্যমে মুসলমানদের ঈমান আক্বিদা সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখেন। তাই তিনি সর্বমহলে নন্দিত ও সমাদৃত হয়ে আছেন। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ শামসুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ খালেদ ইবনে ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা মেম্বার আলহাজ্ব মুহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মাদ্রাসার সহসুপার মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, মাদ্রাসার অভিভাবক সদস্য আলহাজ্ব আবুল কাশেম ইঞ্জিনিয়ার, নুরুল আলম নুরু, মাওলানা রায়হানুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মাস্টার নেজাম উদ্দিন। অনুষ্ঠান সূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ভ্রমণসাহিত্য’ আর ‘সাহিত্য-ভ্রমণ’ এবং ‘শিশুসাহিত্যিক মিলনমেলা’
পরবর্তী নিবন্ধসাপ্তাহিক চাটগাঁর শীতকালীন সাহিত্য আসর