আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস ও মুমিনুল হক এবং দুই স্পিনার তাইজুল ইসলাম–হাসান মুরাদের। গতকাল র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। চলতি সপ্তাহে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলেন মুশফিক। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি। শততম টেস্টের দুই ইনিংসে শতক ও অর্ধশতকের সুবাদে ৭ ধাপ এগিয়ে ৬২৯ রেটিং নিয়ে তালিকার ৩০তম স্থানে উঠেন মুশফিক। মুশফিকের শততম টেস্টের মঞ্চে সেঞ্চুরি করেন উইকেটরক্ষক লিটন। ৮ ধাপ এগিয়ে ৫৯৬ রেটিং নিয়ে তালিকার ৩৭তম স্থানে উঠেছেন লিটন। বাঁ–হাতি ব্যাটার মুমিনুল ৬৩ ও ৮৭ রানের সুবাদে ৮ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫৪৭। বোলিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁ–হাতি স্পিনার মুরাদ। ৪০ ধাপ এগিয়ে ৩৯৩ রেটিং নিয়ে ৫২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। আরেক বাঁ–হাতি স্পিনার তাইজুল। র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশ বোলারদের মধ্যে টেস্টে সেরা অবস্থানে এখন তাইজুল।












