মুশফিকের পাঁচ হাজারে তামিমের অভিনন্দন

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন মুশফিকুর রহিম। তবে তার আগেই এই মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল তামিম ইকবালের। ১৩৩ রানের মাথায় হাতের পেশির চোটে তিনি অবসরে গিয়েছিলেন। অথচ নিজের সংগ্রহটাকে ১৫২ রানে নিতে পারলেই প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক নিজের করে নিতে পারতেন। তবে সতীর্থের এই কীর্তিতে উচ্ছ্বসিত তামিম। নিজের ফেসবুক পেজে মুশফিককে অভিনন্দন জানিয়েছেন তিনি। ফেসবুক পেজে নিজের এবং মুশফিকের একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘টেস্টে ৫০০ রান করা প্রথম বাংলাদেশি। ওয়েল ডান মুশফিকুর রহিম।’

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের প্রশংসায় দিনেশ কার্তিক
পরবর্তী নিবন্ধশৃঙ্খলা ভঙ্গে সোহেল ও জীবনকে শোকজ