মুরাদপুর ভায়া হাটহাজারী সড়কের বেহাল দশা

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার অন্তর্গত মুরাদপুর হাটাহাজারী রোড হয়ে যেসকল যানবাহন হাটহাজারী থানায় আসে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি মুরাদপুর বাসস্টপেজ এলাকায় কালভার্ট সংস্কার করা হয়। যদিও কালভার্ট সংস্কার শেষ কিন্তু এ কালভার্ট পার হওয়ার উপযোগী না হওয়ায় যাত্রীপরিবহন যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এ রাস্তা পার হয়ে যান চলাচল সম্ভব নয়। যাত্রীদের কালভার্ট অতিক্রম করে হাটহাজারীর গাড়ি ধরতে হয়। নতুবা, ২নং গেট হয়ে অঙিজেন মারফত হাটহাজারী যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে (প্রায় ৬ মাস) এ কাজ অব্যাহত চলমান। কিন্তু, সমস্যা হচ্ছে এখানে যাত্রী পরিবহন গাড়িগুলো কোনো আইন মানছে না, ফলে হরহামেশাই তীব্র জ্যাম লেগে থাকে। আর রাস্তার আশেপাশে হকার, ভিক্ষুক এবং যততত্র গাড়ি পার্কিং ইত্যাদি জায়গাটিকে তীব্র জনাকীর্ণ করে রাখছে। ফলে মানুষের আসা যাওয়াসহ ব্যবসাবাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে এবং আসন্ন বর্ষার অতিরিক্ত চাপে জায়গাটি আসা যাওয়ার অনুপযোগী হয়ে ঠেকছে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোড়দার করার মাধ্যমে মানুষের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেয়ার আহবান জানাচ্ছি।

রাসেল আহমেদ

সদস্য,

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

পূর্ববর্তী নিবন্ধপি সি রায় : কবি ও রসায়নবিদ
পরবর্তী নিবন্ধআব্বাকে স্মরণ