মুরাদপুর-বহদ্দারহাট সড়কের বেহাল দশা থেকে পরিত্রাণ চাই

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

অল্প বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরী পানিতে তলিয়ে যাওয়া নিত্যদিনের ঘটনা। হাজার কোটি টাকার পদক্ষেপ হাতে নেওয়া সত্ত্বেও তেমন কোনো কার্যকরী ফল পাওয়া যায়নি। কর্তৃপক্ষের ভাষ্য মতে নগরীর কাজগুলো প্রায় শেষের দিকে কিন্তু মূল উদ্দেশ্য সফল করতে আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আগস্ট মাসের শুরু থেকে টানা প্রবল বর্ষণের কারণে বেশকিছুদিন পানিতে বন্দী ছিলো নগরবাসী। পানি কমার পর থেকেই দেখা যায় চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরবহদ্দারহাট সড়কের বেহাল অবস্থা। বিশেষ করে দীর্ঘ রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় গাড়ি চলাচলে বেশি অসুবিধার মুখে পড়ছে চালকরা। যার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ সহ চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষদের। এছাড়াও অসুস্থ মানুষদের এই রাস্তা দিয়ে চলাচল করা এক অভিশাপের মতো। ড্রেনের অসম্পন্ন কাজগুলো পরিকল্পিত উপায়ে সম্পন্ন করা ও সড়কের সংস্কারে পদক্ষেপ নেওয়া জরুরি। উক্ত সমস্যাগুলো দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো.আবু তারেক

শিক্ষার্থী, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধঅরুণ মিত্র : কবি ও অনুবাদক
পরবর্তী নিবন্ধশেষ বেলার গান