নগরের মুরাদপুরে স্ল্যাব উল্টে এক তরুণী নালায় পড়ে যান। এ সময় দ্রুত আশোপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। গতকাল বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই তরুণী নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশল বিভাগ স্ল্যাবগুলো ঠিক করে দেয়।
নালায় পড়ে যাওয়া ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেঁটে আসছিলেন ওই তরুণী। এক পর্যায়ে স্ল্যাবে পা রাখতেই পড়ে যান তিনি। জানা গেছে, সেখানে তিনটি কংক্রিটের স্ল্যাব ছিল, একটিতে পা রাখতে সেটা উল্টে যায়। সঙ্গে সঙ্গে ওই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের দোকান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। চসিকের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী আজাদীকে বলেন, তিনটা স্ল্যাব ছিল। এর মধ্যে যেটি উল্টে যায় সেটার একদিকে নিচে সার্পোট ছিল, অন্যদিকে একটু সরে যায়। সে কারণে তরুণী পা রাখা মাত্র ভারে উল্টে যায়। আমরা তিনটি স্ল্যাবই ঠিক করে দিয়েছি। উল্লেখ্য, গত ছয় বছরে চট্টগ্রাম নগরের খাল ও নালায় পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর মারা যান ২ জন। দুইজনই ছিল শিশু।