মুরাদপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরস্থ পিলখানায় হযরত সৈয়দ চান্দগাজী শাহ্‌ (রহ.) এর ২০৩তম বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব-দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মুরাদপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৃহত্তর মুরাদপুর ব্যবসায়ী সমিতি সভাপতি জাবেদ রশীদ সেলিম, সমাজ সেবক আবুল কালাম আবু, সিরাজুল ইসলাম, হোসেন সওদাগর, শেখ সেলিম, আলমগীর, নুরুল আলম পারভেজ, মো. মামুন, মো. জুয়েল, মো. লোকমান, জাহেদ, ইকবাল হোসেন, আরফাত হোসেন প্রমুখ। বিতরণ প্রাক্কালে হযরত সৈয়দ চান্দগাজী শাহ্‌ (রহ.) এর মাজার জিয়ারত ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ওমর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল সরকারি ত্রাণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য ৭ হোটেলকে জরিমানা