মুরাদপুরে কিশোর গ্যাং লিডার ব্ল্যাক মঈনসহ ৮ জন গ্রেপ্তার

চাপাতি, ছুরি, লোহার রড ও এসএস পাইপ উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর থেকে এনএস কিশোর গ্যাং লিডার মো. মাহিন উদ্দিন প্রকাশ ব্ল্যাক মঈনসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. নাইমুল হক নাহিয়ান, মো. নাজিম উদ্দিন, মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ, মো. ইকমিহান হাবিব, মো. ফায়াজ, মো. রমজান শেখ ও মো. আলম আমিন ইসলাম সিফাত। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে মহড়া দিচ্ছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এনএস কিশোর গ্যাংয়ের ব্ল্যাক মঈনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসময় এনএস, কেবি, এমবিএঙ, এঙমার্ক ও ব্ল্যাকহোল গ্যাংয়ের সদস্য নাইমুল, নাজিম, তাজিমুল, ইকমিহান, ফায়াজ, রমজান ও আলমকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি ছুরি, ৫টি লোহার রড ও ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার এসআই নয়ন আহমেদ দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় অনেকে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুদের সাথে খেলছিল শিশুটি, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার