মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

সিপিবি জেলা কমিটির প্রতিবাদ সমাবেশ

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মুরাদনগরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিপিবি জেলা কমিটির এক সমাবেশ কমিউনিস্ট পার্টি নারী সেলের আহবায়ক কমরেড রেখা চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্র নেতা শুভ দেবনাথের সঞ্চালনায় গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পার্টির সভাপতি অধ্যাপক কমরেড অশোক সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক কমরেড উত্তম চৌধুরী, যুবনেতা নাবিলা তানজিনা ও ছাত্রনেতা নুরনাহার আক্তার শিরিন। সভায় বক্তারা বলেন, সকল ঘটনার সুষ্ঠু তদন্ত চালিয়ে নিপীড়ক ও ধর্ষককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দ এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে’
পরবর্তী নিবন্ধঅনাথ আশ্রমে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ