মুরগির খামার থেকে অজগর উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মো. শফিক নামের এক ব্যবসায়ীর মুরগি খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কধুরখীল ইউনিয়নের চৌধুরীহাট এলাকার এসএম পোল্ট্রি খামার থেকে অজগর সাপটি উদ্ধার করেন স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক। খামারের মালিক মো. শফিক বলেন, আমার খামারে অজগর সাপটি দেখতে পান খামারে থাকা কর্মচারিরা। দেখার সাথে সাথে খামারের কর্মাচারিরা ৯৯৯এ ফোন দিয়ে সহযোগিতা চান। ৯৯৯এ ফোন দিয়ে কর্মচারীরা মুরগির খামারে অজগর সাপের বিস্তারিত বর্ণনা দিলে ৯৯৯ এ থাকা কর্মকর্তারা বন বিভাগের স্নেক রেসকিউ টিমের সাথে সংযোগ করে দেন। পরে স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক দুপুরে অজগর সাপটি খামার থেকে উদ্ধার করেন।

তিনি বলেন, সাপটির ওজন প্রায় ৩ কেজি ও দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট হবে।

কধুরখীল চৌধুরী হাটের মো. শফিকের মুরগী খামার থেকে অজগর সাপটি উদ্ধার করে উপজেলার করলডেঙ্গার পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে চার ইটভাটাকে জরিমানা
পরবর্তী নিবন্ধরানী-মোহন গুণিজন সম্মাননা পাচ্ছেন আলি আখতার হোসেন ও রাশেদ রউফ