ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ধুলা ঝড়ের মধ্যে একটি দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে শতাধিক মানুষ চাপা পড়েছিলেন। পরে ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে তিনটি মৃতদেহ, আহত অবস্থায় ৩৫জন এবং আরও ৬৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এনডিটিভির খবরে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দৈত্যাকার বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীত দিকে ছিল। খবর বিডিনিউজের।
অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটি ভেঙে পড়ে ঠিক ফুয়েল স্টেশনটির মাঝখানে এসে পড়েছে। ফুয়েল স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ধাতব কাঠামোতে তৈরি বিলবোর্ডটির নিচে চাপা পড়ে। এখনও ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানান, রাজ্য সরকার থেকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।