মুফতি আলাউদ্দীন জিহাদীর মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশ

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল রোববার বিকেল ৫টায় সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি আলা উদ্দীন জিহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে দামপাড়া ওয়াসা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত মহানগর সহ-সভাপতি আল্লামা এনামুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, মাওলানা জাকের আহমদ ছিদ্দিকী, অধ্যাপক মাওলানা সৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু সালেহ, এম. মহিউল আলম চৌধুরী। মাওলানা মঈনুদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, লায়ন মুহাম্মদ এমরান, শাহাজাদা মাওলানা মঈনুদ্দীন সঞ্জরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী প্রমুখ। বক্তারা মুফতি আলা উদ্দীন জিহাদীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মারা গেলেন সিএসই’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মারুফ মতিন
পরবর্তী নিবন্ধবজ্রপাতে পেকুয়ায় সিএনজি চালকের মৃত্যু