আহলে সুন্নাত ওয়াল জামা’আত সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন গত ২২ সেপ্টেম্বর নতুন চরখাগরিয়া মাঝরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আল্লামা ওবাইদুল হক নঈমী, আল্লামা নুরুল ইসলাম ফারুকী এবং আল্লামা ক্বারী সোলাইমান মোজাদ্দেদীর স্মরণ সভা ও অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্মরণসভা প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা আবু তালেব মঈনী। দিদারুল আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী।