মুদি দোকানে বাজার করতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা রুজু করেছেন।

এর আগে গত শুক্রবার দুপুরে উপকূলীয় বদরখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের মুদির দোকানি জিয়াউর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটেছে। ভিকটিম শিশু একই পাড়ার বাসিন্দা।

চকরিয়া থানার এসআই মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মুদির দোকানে বাজার করতে গেলে শিশুটিকে একা পেয়ে দোকান মালিক জিয়াউর রহমানের বখাটে ছেলে হাবিবুর রহমান (২২) বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বখাটে পালিয়ে যায়।

বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ বলেন, ৯ বছরের শিশুটি ধর্ষণের শিকার হলে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পাঁচদিন চিকিৎসা শেষে একটু সুস্থ হলে ভিকটিমকে সাথে নিয়ে থানায় মামলা রুজু করেন তার মা।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে আমি এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকীব উর রাজা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। ধর্ষক হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধব্রিজ থেকে পড়ে নিখোঁজ, দুদিন পর বাঁকখালীতে ভেসে উঠল লাশ