চন্দনাইশ খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চন্দনাইশ ক্রিকেট একাডেমি। টুর্নামেন্টের ফাইনালে চন্দনাইশ ক্রিকেট একাডেমি ৭ উইকেট পতেঙ্গা ক্রিকেটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টসে জিতে ব্যাট করতে নেমে পতেঙ্গা ক্রিকেটার্স সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। পতেঙ্গা ক্রিকেটার্স এর পক্ষে সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করে গৌতম। চন্দনাইশ ক্রিকেট একাডেমির পক্ষে ৩ টি করে উইকেট লাভ করে শাহরিয়ার মারুফ ও সাব্বির। এছাড়া সাইমুন নিয়েছে ২ টি উইকেট। ৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে চন্দনাইশ ক্রিকেট একাডেমি জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বোরহান ৫৭ রানের দারুন ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখে। পতেঙ্গা ক্রিকেটার্স এর পক্ষে তসকিন ২ টি ও গৌতম ১ টি উইকেট লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের বোরহান উদ্দিন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আদিল কবির। বাংলাদেশের প্রথম শ্রেনির ক্রিকেটার সাজ্জাদুল হক রিপন, মো. মাঈনুদ্দীন, আবদুল কাদের, মো. বাইজিদ, কাফি চৌধুরী প্রমুখ।