মুজিব শতবর্ষ উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, হাটখোলা ফাউন্ডেশনোর সহ-সভাপতি কাজী রুনু বিলকিস। উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষে কবি রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহাম্মদ ও কবি আজিজ কাজল।












