বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার প্রস্তুতি সভা সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, মহানগর আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার স্পন্সর নুসরাত ডেভেলপমেন্ট কোম্পানি এর চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চসিক সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এস এম শহীদুল ইসলাম, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ক্রীড়া বিভাগের কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের কার্যকরী সদস্য শামসুল হুদা মিন্টু প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর প্রিয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নান্দনিক রঙিন করে মুজিব শতবর্ষ পালন করছে। বঙ্গবন্ধুর প্রিয় নৌকা বাইচের রঙে উনার জন্ম শত বার্ষিকী রাঙানো হবে। সাম্পান খেলা আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামি ১৭ অক্টোবর শনিবার কর্ণফুলীত নদীর অভয়মিত্র ঘাটে অনুষ্ঠিত হবে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা।