মুজিব আছে বাঙালিদের
বুকের মধ্যিখানে,
মুজিব গাছের পাতায় পাতায়
পাখির গানে গানে।
মুজিব আছে নদীর ঢেউয়ে
সুর ওঠে তাঁর নামে,
মুজিব আছে বীর শহিদের
রক্তলেখা খামে।
মুজিব আছে প্রেরণাতে
মুজিব জেগে ওঠে,
মুজিব আছে খোকা–খুকির
হাসিমাখা ঠোঁটে।
মুজিব আছে হিমালয়ে
মাথা উচুঁ করে,
মুজিব আছে অশুভ দূর
করার ঘুর্ণিঝড়ে।
মুজিব আছে লাল–গোলাপের
সুবাসিত ঘ্রাণে,
মুজিব আছে থাকবে মুজিব
সবার প্রাণে প্রাণে।