আমাদের আছে শ্রেষ্ঠ বাঙালি
মুজিবুর একজন-ই,
যাঁর ডাকে সেই মার্চে হয়েছে
মিছিল-জয়ধ্বণী ।
মুজিবের ডাকে বীর বাঙালির
অস্ত্র উঠেছে হাতে,
শত্রুর বুকে আঘাত হেনেছে
সকাল-সন্ধ্যা-রাতে ।
সেই নেতা যাঁর জন্ম না হলে
আসতো না স্বাধীনতা,
এ কথা বাঙালি ভালো করে জানে
ধ্রুব এ সত্য কথা ।
এই স্বাধীনতা মুজিবের নামে
মুজিব অহংকার,
সারাদেশে তাই তাঁর নামে বাজে
মুক্তির ঝংকার ।