চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দীঘির পাড়া নিবাসী আলহাজ্ব মরহুম আলী আহমদ চৌধুরীর নাতি এবং মরহুম রফিক আহমদ চৌধুরীর ২য় পুত্র মো. মুজিবুল হক বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে সম্মানসহ এমএসসি ডিগ্রি অর্জন করে ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন। চট্টগ্রাম, ময়মনসিংহসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। প্রেস বিজ্ঞপ্তি।