চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা কাল থেকে সিজেকেএস সুইমিং পুলে শুরু হবে। প্রতিযোগিতা শুরু উপলক্ষে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব। তিনি জানান, কাল ৬ ডিসেম্বর সকাল ৯.৩০ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। পরদিন ৭ ডিসেম্বর বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে: ফ্রি স্টাইল: ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত। ফ্রি স্টাইল ৫০ মিটার অনূর্ধ্ব-১৬, বাটারফ্লাই: ৫০ মিটার, ১০০ মিটার উন্মুক্ত। বাটারফ্লাই ৫০ মিটার অনূর্ধ্ব-১৬, ব্যাক স্ট্রোক ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত। ব্যাক স্ট্রোক ৫০ মিটার অনুর্ধ্ব-১৬, ব্রেস্ট স্ট্রোক: ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার অনুর্ধ্ব-১৬। ১ জন সাঁতারু সর্বোচ্চ ৩টি ইভেন্ট অংশ নিতে পারবে। একটি ইভেন্টে একটি দলের সর্বোচ্চ ১ জন সাঁতারু অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় সর্বমোট ৫৬ টি দলে প্রায় ২০০ জন সাঁতারু অংশগ্রহণ করবেন। সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য নাসির মিঞা, সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ, মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সদস্য রায়হান উদ্দীন রুবেল, সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, মো. এনামুল হক, এড. শাহবাজ মুনতাসির চৌধুরী প্রমুখ।