মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা আগামী ৬ ডিসেম্বর সকাল ৮টায় সিজেকেএস সুইমিংপুলে শুরু হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় ৪৯টি দল অংশ নিচ্ছে। গত ১৫ নভেম্বর অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উন্মুক্ত ও অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিযোগিতার ইভেন্টসমূহ হলো: ক) ফ্রি স্টাইল (মুক্ত সাঁতার): ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত। ফ্রি স্টাইল (মুক্ত সাঁতার): ৫০ মিটার অনূর্ধ্ব-১৬ খ) বাটারফ্লাই (প্রজাপতি সাঁতার): ৫০ মিটার, ১০০ মিটার উন্মুক্ত। বাটারফ্লাই (প্রজাপতি সাঁতার): ৫০ মিটার অনূর্ধ্ব-১৬ গ) ব্যাক স্ট্রোক (চিৎ সাঁতার): ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত। ব্যাক স্ট্রোক (চিৎ সাঁতার): ৫০ মিটার অনূর্ধ্ব-১৬ ঘ) ব্রেস্ট স্ট্রোক (বুক সাঁতার): ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার উন্মুক্ত। ব্রেস্ট স্ট্রোক (বুক সাঁতার): ৫০ মিটার অনূর্ধ্ব-১৬। এই প্রতিযোগিতায় একজন সাঁতারু সর্বোচ্চ ৩টি ইভেন্টে অংশ নিতে পারবে। কোন ইভেন্টে সাঁতারুর সংখ্যা ৬ জনের কম হলে উক্ত ইভেন্ট অনুষ্ঠিত হবে না। বিস্তারিত জানতে সিজেকেএস সুইমিং কমিটির ভাইস-চেয়ারম্যান আছলাম মোরশেদ (০১৫৫৪-৩০৯০৩৪) এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অংশগ্রহণকারী দলসমূহকে সিজেকেএস হিসাব বিভাগ হতে জনপ্রতি ৫০ টাকা মূল্যের রেজি: ফরম ক্রয় করে আগামী ৩০ নভেম্বর রাত ৮ টার মধ্যে প্রত্যেক দলকে কমপক্ষে ২ জন সর্বোচ্চ ৪ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন ফরমের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্ম সনদ/পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অবশ্যই সিজেকেএস কার্যালয়ে জমা দিতে হবে। তবে অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির ক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। শুধুমাত্র চট্টগ্রাম জেলার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড়ের তালিকা জমা দিতে না পারলে উক্ত দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।