চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনকারী দল সমুহের অনুশীলন এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে অনুশীলন উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম, এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নোমান আল মাহমুদ, চন্দর ধর, এ.এস.এম সাইফুদ্দীন চৌধুরী, আব্দুর রশিদ লোকমান, আলী হাসান রাজু, মো. জাফর ইকবাল, কাজী মো. জসিম উদ্দিন, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান মুরাদ বিপ্লব। আগামী ২ অক্টোবর পর্যন্ত দলসমূহ সকালে এবং দুই দিন বিরতি দিয়ে আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দলগুলো অনুশীলন করবে। ৯ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্ট।