মুখে মাস্ক না থাকায় কাপ্তাইয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ৬:৫৭ অপরাহ্ণ

মুখে মাস্ক না থাকায় কাপ্তাই উপজেলায় ১১ জনের বিরুদ্ধে আজ রবিবার (২৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতে মামলা করা হয়েছে।
একই সাথে প্রত্যেককে আর্থিক জরিমানাও করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সদর বরইছড়ি, শীলছড়ি, চিৎমরম ও কাপ্তাই নতুন বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “কাপ্তাই উপজেলায় করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলায় বর্তমানে ১৫ জন করোনা রোগী রয়েছেন। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশকে ফাঁসাতে গিয়ে আটক ২ যুবক
পরবর্তী নিবন্ধআমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়