মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চাকরিতে ৩০ শতাংশ কোটা সংরক্ষণসহ ৭ দফা দাবিতে গত মঙ্গলবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। উক্ত কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির আয়োজনে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হামলার নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবিতে বক্তব্য রাখেন সংসদের চট্টগ্রাম বিভাগের সভাপতি মো. কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন রুবেল, মহানগর সভাপতি মঞ্জুরুল আলম। মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জুয়েল আহমদ তাজবী, আসাদুজ্জামান, নুরুদ্দিন মোহাম্মদ নোমান, শামসুন নাহার ফুল, উজ্জ্বল শর্মা, আনিসুজ্জামান, রেজাউল, জুয়েল, মোছলেম উদ্দিন, সাগর, সুজন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন মৌলিক অধিকারের পরিপন্থী : জাফরুল্লাহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার