মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এ্যাথলেটিকস দলের জার্সি উম্মোচন

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ্যাথলেটিকস লিগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সিজেকেএস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. মসিউর রহমান চৌধুরী, দলের স্টেডিয়াম প্রতিনিধি মো. সরওয়ার আলম মণি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাক সাকু, এ্যাথলেটিকস দলের সমন্বয়কারী সোহেল সরওয়ার, ক্রিকেট দলের কোচ মোহাম্মদ মমিন খন্দকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী ছিলেন গণ মানুষের নেতা
পরবর্তী নিবন্ধবিজয় দিবস শেখ রাসেল প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন