মুক্তিযোদ্ধা সংসদের কাছে আবাহনীর হার

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আবাহনী নেমেছিল টানা ছয় লিগ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গী ছিল টানা আট ম্যাচের জয় খরা। দুই দলের লড়াইয়ে আবাহনীকে উড়িয়ে খরা কাটাল মুক্তিযোদ্ধা সংসদ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ। প্রথম লেগের দেখায় ৪-১ ব্যবধানে জিতেছিল আবাহনী। মুক্তিযোদ্ধার পক্ষে ফামুসা দুটি গোল করেন। এরমধ্যে একটি ছিল পেনাল্টিতে। এছাড়া ইব্রাহিম আবু ডিকো এবং সারোয়ার জামান নিপু একটি করে গোল করেন। অন্যদিকে আবাহনীর চিজোবার পেনাল্টি গোলে প্রথম গোল করেন। পরে ফয়সাল আহমেদ শীতলও ১টি গোল পরিশোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির তিন নতুন সদস্য
পরবর্তী নিবন্ধঅলিম্পিক ভিলেজে এবার অ্যাথলেটের শরীরে করোনা শনাক্ত