মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ছিলেন আদর্শবাদী ও সৎ রাজনীতিবিদ

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

কুমিরায় শোকসভায় এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন ছিলেন আদর্শবাদী ও সৎ রাজনীতিবিদ। দেশ ও সংগঠনের কাজে যেভাবে নিজেকে তিনি উজাড় করে দিয়েছেন, তা কর্মীদের কাছে উদাহরণ হয়ে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি কর্মী হিসেবে তিনি আজীবন আমাদের অন্তরে বেঁচে থাকবেন। তিনি গত শনিবার উপজেলার কুমিরা আওয়ামীলীগের উদ্যোগে সদ্য প্রয়াত কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী। মছজিদ্দা উচ্চ বিদ্যালয় মাঠে মো. রশিদ আহমদের সভাপতিত্বে এবং মো. আলী শাহ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মহসিন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার আজিজুল হক, কিশোর ভৌমিক, আবেদিন আল মামুন। বক্তব্য রাখেনইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মো. শাহজাহান, জিয়া উদ্দিন বাপ্পি, অ্যাডভোকেট খালেদ শাহনেওয়াজ, বদিউল আলম জসীম, ইফতেখার কায়সার বাবু, জিয়াউদ্দিন রাজু, সৈয়দ মইনুল হোসেন মিল্কী, আবুল কালাম মাস্টার, আনুমিয়া সওদাগর, দুলাল চৌধুরী, শাহ আলম, আলমগীর চৌধুরী, প্রধান শিক্ষক আদিনাথ চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য বৃদ্ধি ও মজুতদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সুজনের
পরবর্তী নিবন্ধআইআইইউসির সাথে তুরস্কের দিয়ানত ফাউন্ডেশনের সহযোগিতামূলক সম্পর্ক