মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিনের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টায় নগরীর পাঁচলাইশস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ মার্চ হাসপাতালে ভর্তি হন। গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন। গতকাল শুক্রবার দুপুর ২টায় নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাদ্রাসার পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ জুবায়ের। জানাজা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে সিএমপির একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনকে রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু ও সহকারী কমান্ডার আহমেদ হোসেনসহ সংসদের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশে ২য় নামাজে জানাযা ও গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উল্লেখ্য, কমান্ডার সাহাব উদ্দিন ছাত্রনেতা ছিলেন। তিনি ইউনিলিভার বাংলাদেশ থেকে কর্মজীবন শেষে অবসর জীবন যাপন করছিলেন।
শোক প্রকাশ : মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মে. জে. (অব.) কে এম শফিউল্লাহ বীরউত্তম, কার্যকরী সভাপতি মো. নুরুল আলম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আাওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ শেখ আতাউর রহমান, চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, বেদারুল আলম চৌধুরী বেদার, মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস, বিএমএ, চট্টগ্রাম সভাপতি ডা. মজিবুল হক খান, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, বিভিন্ন থানা কমান্ডার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির সাথে গোলাগুলি চোরাকারবারি নিহত
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও জালনোটসহ আর্মড পুলিশের ৩ সদস্য আটক