মুক্তিযোদ্ধারা ইতিহাসের অংশ হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে

মতবিনিময় সভায় মেয়র

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতিগত মুক্তিসংগ্রামে কখনো মুক্তিযোদ্ধারা সঠিক মূল্যায়ন পায়নি, তবে তারা ইতিহাসের অংশ হয়ে চিরঞ্জীব থাকবে। আমরা কিছু পাওয়ার জন্য কখনো প্রত্যাশা করিনি, আমরা জাতিকে দিতে চাই। এই মতাদর্শে যদি আমরা বিশ্বাসী হই তাহলে জাতি ও বাংলাদেশ শুদ্ধ হবে।
গতকাল রবিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোজাফ্‌ফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মো. শহীদুল আলম চৌধুরী সৈয়দ, মো. নুর উদ্দিন, অধ্যক্ষ মো. শামশুদ্দিন, মো. কায়কোবাদ, চবি প্রভাষক ড. ওমর ফারুক রাসেল। স্বারকলিপি পাঠ করেন সরওয়ার আলম মণি। উপস্থিত ছিলেন শাহেদ মুরাদ সাকু, আবু শহীদ মাহমুদ রনি। মোনাজাত পরিচালনা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম।
মেয়র আরো বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে এবং সুদূর স্বাধীনতা সংগ্রামের যে গৌরবগাঁথা আনাচে-কানাচে ছড়িয়ে আছে তা ইতিহাস আকারে তুলে ধরে আগামী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে ঋদ্ধ করতে হবে। তিনি ইতিমধ্যে পতেঙ্গা বে-টার্মিনালের পাশে প্রস্তাবিত ওশান পার্কে একটি স্মৃতিসৌধসহ মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযত্রতত্র চবির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধমেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১