মুক্তিযুদ্ধ ও বাংলা চলচ্চিত্রে নায়ক ফারুকের অবদান স্মরণীয়

স্মরণসভায় শামীমা হারুন লুবনা এমপি

| বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ ও বাংলা চলচ্চিত্রে চিত্রনায়ক ফারুকের অবদান অপরিসীম। বাংলা চলচ্চিত্রকে তিনি করেছেন সমৃদ্ধ। গত ২৭ মে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ফারুকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সহসভাপতি কবি আশীষ সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য দেন, মোহাম্মদ হোসেন, ওসমান গণি, ওসমান এহতেসাম, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, সঞ্চয় কুমার দাশ, সজল দাশ, রোজী চৌধুরী, সাথী কামাল, জয়া সরকার, ফিরোজ চৌধুরী, রেজাউল কবির, হারুন রশিদ, মহিউদ্দিন আহমদ, এ কে মুজিবুর রহমান, শারমিন আক্তার, শিমু আক্তার, আফিকা আক্তার, নিপা আক্তার, রতন ঘোষ, অচিন্ত্য কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবিএনপিকে শক্তিশালী করতে সৈয়দ ওয়াহিদুল আলম ভূমিকা রেখেছেন