Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন মঈন উদ্দীন বাদল

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন মঈন উদ্দীন বাদল

0
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন মঈন উদ্দীন বাদল

মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক রাজনৈতিক ইতিহাসে বর্ষিয়ান রাজনীতিবিদ মঈন উদ্দীন খান বাদল এক অবিস্মরণীয় নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি অসামান্য অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে তার কৃতিত্বপূর্ণ অবদান স্মরণযোগ্য।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে সাবেক সাংসদ মঈন উদ্দীন খান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সংগঠনের জেলা শাখার সমন্বয়ক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুহাম্মদ নোমান লিটন। বিশেষ অতিথি ছিলেন যুব মহিলা লীগ ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড সভাপতি সাজেদা বেগম সাজু, মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মো. হাসান মুরাদ। হানিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছবির আহমেদ, মাওলানা মাহাবুবুর রহমান, নুর জাহান বেগম, শিউলী আক্তার, মো. তিতাস, রতন ভট্টাচার্য, নাজমুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি