মুক্তিযুদ্ধের সংগঠক দৈনিক কক্সবাজার সম্পাদক নুরুল ইসলামের ইন্তেকাল

রামু প্রতিনিধি | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:৩১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের সংগঠক, দৈনিক কক্সবাজার সম্পাদক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটে চট্টগ্রামস্থ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমের জ্যেষ্ঠ ছেলে ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,আজ বুধবার দুপুর দুইটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীন রহমান, কানিজ ফাতেমা মোস্তাক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল দ. কোরিয়া
পরবর্তী নিবন্ধছাত্র আর ছাত্রীদের মাঝে পর্দা দিয়ে হচ্ছে ক্লাস