মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে শিক্ষকদের ভূমিকা রয়েছে

স্বাশিপের সমাবেশে রেজাউল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

নৌকাকে মুক্তিযুদ্ধের প্রতীক উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকার বিজয় মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তৃত্ব যাতে স্বাধীনতা বিরোধী কোনো জোটের নেতার হাতে না যায় সে লক্ষ্যে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), চট্টগ্রাম বিভাগীয় শাখার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। রেজাউল করিম চৌধুরী আরো বলেন, শিক্ষকরা কেবল মানুষ গড়ার কারিগর নয়, তারা জাতির বিবেক। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে তারা যেমন জাতিকে শিক্ষিত করে তোলেন, তেমনি মুক্তিযুদ্ধের চেতনার বাঙালি জাতি গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের সর্বস্তরে যাতে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে শিক্ষকদের কাজ করতে হবে।
সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ মো. খালেদ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আনিসুল মালেকের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সহ সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন, আমজাদ হোসেন চৌধুরী, অধ্যক্ষ লায়ন ড. মো. সানাউল্লাহ, পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক জানে আলম, উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, অধ্যক্ষ শরিফুল কাদের, অধ্যক্ষ আকিমুল ইসলাম, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, শারীরিক শিক্ষাবিদ আইরিন পারভিন, প্রধান শিক্ষক মনজুর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসেগুন কাঠভর্তি পিকআপ ও ভটভটি জব্দ, আটক ৩
পরবর্তী নিবন্ধপ্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় মনোযোগী হতে হবে