চন্দনাইশ দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ২ দিনব্যাপী বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গতকাল শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী (ইনু), দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবদুর শুক্কুর, নোমান বেগ, নবাব আলী, ফয়েজ আহমদ টিপু, প্রবীণ দাশ সুমন, মো. রাশেদ, আলম, জামাল মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।