বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের উদ্যোগে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান শুক্রবার অনুষ্টিত হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাত ভদন্ত ড. শীলানন্দ মহোথেরের সভাপতিত্বে এবং অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক শতদল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খাঁন, মহানগর যুবলীগের সদস্য জি.এস কফিল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দীন, আবু সাদাত মো. সায়েম, আমিনুল করিম, সাইফুউদ্দীন বাবুল, সাজ্জাদ হোসেন, মো. ওয়াসিম, ইসহাক খাঁন মাসুম, আব্দুল হালিম সাগর, বাবু উল্লাস বড়ুয়া, জিনালংকার মহাথের, সবুজ বড়ুয়া, বনফুল বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতিকে উজ্জীবিত করে মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।