স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল রোববার দুপুর ২টায় সমিতির অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, রেজাউল করিম চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ, মো. আইয়ুব খান, সাবেক সহসাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নজমুল হক, শফিউল আলম, সিনিয়র আইনজীবী আবদুস সাত্তার সরোয়ার, প্রণব মজুমদার, কামরুল ইসলাম সাজ্জাদ, সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু, লুৎফুন নাহার বকুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শোষণহীন, বৈষম্যহীন, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগাতে হবে। দেশ স্বাধীন হলেও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্মাবলম্বী করার জন্য দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।