মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপস করা যাবে না

মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব উদ্বোধনে ড. মইনুল ইসলাম

| বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪৮ পূর্বাহ্ণ

ড. মইনুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অহংকার। গৌরবের এ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সঠিক ইতিহাস প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোন আপস করা যাবে না। শৈলী প্রকাশনের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ড. আনোয়ারা আলম।

আলোচনায় অংশ নেন ড. উজ্জ্বল কুমার দেব, ড. নারায়ন বৈদ্য, ড. আহমেদ মাওলা, ড. মো. মোরশেদুল আলম, ড. শ্যামল কান্তি দত্ত। স্বাগত বক্তব্য দেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন, শিশুসাহিত্যিক শৈবাল বড়ুয়া, রম্যলেখক জিনাত আজম ও কবি রোকেয়া হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। বই উৎসবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের। অনুষ্ঠানের শুরুতেই ‘তখন সত্যি মানুষ ছিলাম’ বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

দ্বিতীয় পর্বে কবি সাথী দাশের সভাপতিত্বে ছড়া ও কবিতা পাঠে অংশ নেন আখতারুল ইসলাম, আবদুল্লাহ ফারুক রবি, কাসেম আলী রানা, নিশাত হাসিনা শিরিন, বিচিত্রা সেন, মাহবুবা চৌধুরী, রুনা তাসমিনা, শামীম ফাতেমা মুন্নী, শিরিন আফরোজ, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দা সেলিমা আক্তার, হেলাল চৌধুরী। উৎসবে গান পরিবেশন করেন শিউলী নাথ। অনুষ্ঠানে শিরীণ আফরোজের গল্পগ্রন্থ ‘রৌদ্রছায়া’র মোড়ক উন্মোচন করা হয়।

আজ ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় থাকছে ছড়া ও কবিতা পাঠ। সভাপতিত্ব করবেন মৃণালিনী চক্রবর্তী। সন্ধ্যা ৬টায় প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচক থাকবেন কবি ওমর কায়সার, বিকাশ চৌধুরী বড়ুয়া, এম নাসিরুল হক, জিনাত আজম, জাহাঙ্গীর মিঞা, ববি বড়ুয়া, মুহাম্মদ মুসা খান, খনরঞ্জন রায়, শাকিল আহমদ, মুহম্মদ মহসীন চৌধুরী।

বই উৎসব লেখক-পাঠক কবি-ছড়াকার শিল্পী-সাহিত্যিক বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে চট্টগ্রাম একাডেমি প্রাঙ্গণ। এতে মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষয়ক বই পত্র-পত্রিকা ছাড়াও সৃজনশীল বইগুলো স্থান পায়। এখান থেকে লেখক-পাঠকরা তাদের পছন্দের বই ৩০% কমিশনে সংগ্রহ করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল ক্বণনের আবৃত্তি অনুষ্ঠান ‘রক্তাক্ত জাতির পতাকা’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনামুক্ত দিন আজ