হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিপদ মহাজন (৮৫) গতকাল সোমবার সকাল সোয়া ৯টায় নগরীর জামালখানের বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে যান। গতকাল বিকালে হাটহাজারীর পশ্চিম ধলই মহাজন বাড়ি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মুক্তিপদ মহাজন প্রধান শিক্ষক হিসেবে শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। প্রেস বিজ্ঞপ্তি।