মুক্তবুদ্ধি খোলা চিন্তা

স্বর্ণা তালুকদার | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৪:৩৯ পূর্বাহ্ণ

বিশাল খোলা আকাশ লক্ষ নিযুত তারা আসলেই মনোমুগ্ধকর। মেঘহীন কুয়াশার আড়ালে সূর্য লুকিয়ে থাকে সামনেই শীত আসবে। হেমন্তকালে নতুন ধানের পিঠা পুলি খাওয়ার মজা আলাদা। শীতের চাদর গায়ে মুড়ি দিয়ে অফুরন্ত উচ্ছ্বসিত হই সাথে সাথে খোলা মেলা আলোচনা অনুভূতি প্রকাশ আড্ডা সাহিত্য সংস্কৃতির বিকাশ মন আকাশের বিশালতা বাড়িয়ে দেয়। লেখা লেখি ছাড়া সৃষ্টিশীলতা বিকাশ সম্ভব নয়। নিছক সাহিত্য চর্চা পাঠকের মনোরঞ্জনের বিলাসিতায় মধ্যে পড়ে। এ ধরনের লেখা সাহিত্যে স্থায়ী সম্মান পায় না। যে লেখনীতে বঞ্চিত শ্রেণিটিকে ফুটিয়ে তুলে নিগৃহীত মানুষের কষ্ট সমস্যা মানুষ জানতে পারে দেশকে এগিয়ে নিয়ে যায় সাহসী যুক্তি দিয়ে অন্যায়কে অত্যাচারী স্বৈরশাসকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন সেসব লেখক লেখিকা সাংবাদিকরা সম্মানিত হয়। সঠিক চিন্তা করতে হবে সাধারণ নাগরিকদের এবং কাজ করতে হবে মুক্ত বুদ্ধি খোলা চিন্তা করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারির সুযোগ থাকতে হবে কোথাও যেন গোপন ষড়যন্ত্রের শিকার কেউ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একজন সৎ মানুষ ভালো লেখক হতে পারে ভালো লেখক সৃষ্টি করতে হবে। বাংলাদেশের লেখক সাংবাদিকরা যেন নির্যাতিত না হয় নয়তো দেশের অবস্থা আরো খারাপ হয়ে উঠবে যা কাম্য নয়। মেধাবী ছাত্র ছাত্রী সাংগঠনিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে ভালো কাজ করতে হবে সেই কাজের মূল্যায়ন না করলে কোনো ভালো কাজ হবে না।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে পণ্য বিক্রি ও মালামাল রাখা প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধদৃঢ় মনোবল থাকতে হবে তবেই মুক্তি