মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতি অ–১২ ফুটবল টুর্নামেন্টের ২টি খেলা সম্পন্ন হয়েছে। মাদারবাড়ী উদয়ন গলি বালি মাঠে দিনের প্রথম খেলায় ‘ক’ গ্রুপ থেকে পর পর জয় পেয়েছে মরহুম অলি আহমদ স্মৃতি সংসদ। তারা প্রতিপক্ষ মরহুম আলী আহমদ স্মৃতিকে ১–০ গোলে পরাজিত করে। গোলদাতা নাহিদ উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মহানগর যুবদল এর সাবেক ধর্মীয় সম্পাদক মো. আনোয়ার হোসেন। দিনের দ্বিতীয় খেলায় মরহুম বাদশা মিয়া স্মৃতি ৩–১ গোলে মরহুম ঠান্ডা মিয়া স্মৃতি সংসদ–কে পরাজিত করে। বিজয়ী দলের মো. রাকিবকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মো. বেলাল।