আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ (হাটহাজারী এবং বায়েজিদ আংশিক) আসনের বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জন্য সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হাটহাজারী জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কাতার। পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা এম সেলিম রানা।
সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ইউসুফ বাবু। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিসুর রহমান, রাশেদুল মামুন, ইমতিয়াজ বাবুল, মিজান, রোকন, সাইফুলসহ আরো অনেকে।
এতে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করা হয় এবং তারেক রহমান এবং অসুস্থ বিএনপি নেতা মীর নাসিরের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ সাইদ। প্রেস বিজ্ঞপ্তি।












