নগরীর কোতোয়ালী থানাধীন জামালখানস্থ শরীফ কলোনি নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মীর মেজবাহ আহমেদ (৬৫) দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত বুধবার দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন রাত ১০টায় নগরীর দামপাড়াস্থ হযরত গরীব উল্লাহ শাহ্ (রা.) মাজার প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসেইন মুহাম্মদের নেতৃতে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকষ দল মীর মেজবাহ আহমেদকে গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।