মীরসরাই হানাদার মুক্ত দিবস আজ

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

মীরসরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে মীরসরাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে মীরসরাইকে হানাদার মুক্ত করে। ৮ ডিসেম্বর সকালে সুফিয়া রোড ওয়ার্লেস স্টেশন থেকে একটি পাক বাহিনীর জিপ তীব্র গতিতে বেরিয়ে যাওয়ার সময় ওঁৎপেতে থেকে শত্রুর অবস্থান নিশ্চিত করে মুক্তিযোদ্ধারা।

তাৎক্ষণিক সিদ্ধান্তে সকল মুক্তিযোদ্ধার কাছে এ খবর পাঠানো হয়। সকাল ১০টা নাগাদ মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন আহম্মদের বিএলএফ গ্রুপের মুক্তিযোদ্ধারাসহ প্রায় দুইশত মুক্তিযোদ্ধা মীরসরাই সদরের পূর্ব দিক ছাড়া বাকি তিন দিক থেকে সংগঠিত হয়ে শত্রুর বিরুদ্ধে একযোগে ঝটিকা আক্রমণ চালায়। মীরসরাই শত্রুমুক্ত হয়।

ঘোষণা করা হয় ৮ ডিসেম্বর ১৯৭১ সাল মীরসরাই ভূখণ্ড পাক বাহিনীমুক্ত একটি স্বাধীন এলাকা। সে থেকে ৮ ডিসেম্বর মীরসরাইয়ে উদ্যাপিত হয়ে আসছে স্বাধীনতার শত্রুমুক্ত দিবসটি। হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজন করেছে উপজেলা প্রশাসন, মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখা।

মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন জানান এই উপলক্ষে সকাল ১০টায় মীরসরাই পৌর সদরের বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ডের সভা
পরবর্তী নিবন্ধসুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলে সফলতা আসবেই