মীরসরাই পৌরবাজারে নিত্য যানজট, ভোগান্তি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

মীরসরাই পৌরবাজারে সড়কের উপরেই বসছে কাঁচা বাজার। কলেজ রোড এবং ফটিকছড়ি সংযোগ সড়কের মুখে রাস্তার উপরেই বাজার হওয়ায় নিত্য যানজট বেড়েই চলেছে। ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকলের দুর্ভোগ বাড়ছে দিন দিন। পৌর কিচেন মার্কেট নামে নতুন কাঁচা বাজার ও মাছ-মাংসের মার্কেটটি গত দুই বছরেরও অধিক সময় ধরে নির্মাণাধীন। তাই সড়কের উপরেই দোকানীরা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করছেন। ফলে সড়কটি অনেক সংকীর্ণ হয়ে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন বাজার করতে যেমন হাটের প্রয়োজন আবার শিক্ষার্থীসহ সকলের চলাচলেও রাস্তাটি উন্মুক্ত রাখা প্রয়োজন। পৌর মার্কেকটি অনেকদিন ধরেই নির্মাণাধীন দেখছি। পৌর কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে দেখলে সমাধান হতে পারে।
এই বিষয়ে মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, কিচেন মার্কেটটি নির্মাণ কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই মার্কেটটি উদ্বোধন করা হবে। আশা করছি এরপর সড়কটি যানজটমুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে হামলা করে গরু লুট পরে উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত