মীরসরাই থেকে চোরাই মোটরসাইকেল হাটহাজারী থেকে উদ্ধার হয়েছে। গত বৃহস্প্রতিবার এটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ। মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, বিএসআরএম এ কর্মরত মো. ইয়াসিনের একটি
মোটরসাইকেল গত ২৭ আগস্ট ইকোনোমিক জোন সড়ক থেকে ছিনতাই করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মীরসরাই থানায় অভিযোগ প্রদান করেন। অবশেষে মোটরসাইকেলটি বৃহস্প্রতিবার হাটহাজারী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, এ সময় হাটহহাজারির পূর্ব দেওয়ান নগর গ্রামের আব্দুল মান্নানের গ্যারেজের সামনে থেকে চোর মো. হেলাল হোসেনকে (২২) আটক করা হয়। উক্ত চোরাই সিন্ডিকেটের অন্যান্যদের আটকের জন্যও অভিযান চলছে।