মীরসরাই কলেজে কৃতী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি এবং বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এস, এম আতিকুল ইসলাম লতিফী। বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদ সদস্য শেখ মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন। অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে শিক্ষানুরাগী এস এম সাফাত ইশতিয়াকের পৃষ্ঠপোষকতায় বই প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, কৃতী শিক্ষার্থীদেরকে কলেজের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।