মীরসরাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ

মীরসরাই কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। উপাধ্যক্ষ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ইকবাল হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক স্বপন চন্দ্র বৈদ্য, জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বরুন কান্তি সাহা, রসায়ন বিভাগের প্রভাষক সুলতানা ইয়াসমিন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল হক সিরাজী, আইসিটি বিভাগের প্রভাষক মোস্তাকিম আহমেদ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ। ছাত্র ছাত্রীদের খেলাধুলার ১২ টি ইভেন্টে ৩৬ জনকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ইভেন্টের খেলায় মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয় নাহিদা আক্তার, অন্ধের হাঁড়িভাঙ্গায় প্রথম হয়েছে জান্নাতুল বাকি, সুই সুতার দৌড়ে প্রথম হয়েছে ফারজানা আক্তার সীমা, মিউজিক্যাল চেয়ারে ফারহানা আফরিন, বালিশ খেলায় রুমা আক্তার, মার্বেল খেলায় বাপ্পী সেন, ২০০ মিটার দৌড় ও উচ্চ লাফে শায়ায়াত হোসেন, দীর্ঘ লাফে শাহিদ উদ্দিন, গোলক নিক্ষেপে সাদমান উদ্দিন, মোরগ লড়াইয়ে সাকিব উদ্দিন, বেলুন ফোটানো সোহান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার তারেক জিয়া ঐক্য পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅনেক রেকর্ড ভাঙলেন কোহলি